BADC High School
Principal Abul Kashem sarak, Mirpur-1, Dhaka-1216.
EIIN: 108171,   Institute Code: 1330

Principal Image

মোঃ মনজুর আলম

Message of The Principal
প্রধান শিক্ষক
মোঃ মনজুর আলম

শিক্ষা গ্রহণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। মানব শিশু জন্মের পর পারিবারিক পরিমন্ডলে শুরু হয় তার প্রথম শিক্ষা গ্রহণ। পরবর্তীতে শিশুর জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গ্রহণের লক্ষ্যে প্রয়োজন হয় আনুষ্ঠানিক শিক্ষা। বিদ্যালয় প্রদত্ত শিক্ষা গ্রহণের মাধ্যমেই সূচিত হয় জীবন দক্ষতাভিত্তিক আনুষ্ঠানিক শিক্ষার স্তর। শিক্ষা গ্রহণের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে কর্মমুখী মানব সম্পদে পরিনত হয়। কার্যকর শিক্ষা গ্রহণের মাধ্যমে মানুষ কর্তব্যপরায়নতা, শিষ্ঠাচার, সহনশীলতা, সহমর্মিতা, সময়নিষ্ঠতা ও আন্তরিকতা ইত্যাদি গুণাবলীতে ভূষিত হয় এবং মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন সূচিত হয়। সামাজিক পরিবর্তনের সামগ্রিক পথ পরিক্রমায় শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষাদান প্রক্রিয়ায় প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এসেছে গতিশীলতা ও নতুনত্ব। এ বাস্তবতাকে অনুধাবন করে বিএডিসি উচচ বিদ্যালয়ও গ্রহণ করেছে কিছু সময়োপযোগী পদক্ষেপ, যার সফল বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং রূপকল্প-২০২১ বাস্তবায়নে আমরা নিজ নিজ অবস্থান হতে দৃঢ় প্রতিজ্ঞ । বর্তমানে বিদ্যালয়ের শিক্ষাদান প্রক্রিয়া হতে শুরু করে আর্থিক ব্যবস্থাপনা পর্যন্ত প্রায় সকল কার্যক্রম ডিজিটালাইজড করা হয়েছে। ডাইনামিক ওয়েবসাইট ব্যবহার করে বিদ্যালয়ের সকল তথ্যই বিদ্যালয় সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়মিতভাবে অবহিত করা হচ্ছে। শিক্ষাকে চলমান জীবনের সাথে সংগতিপূর্ণ করতে এবং শারীরিক ও মানসিক বিকাশসাধনে সহপাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনাসহ শ্রেণি কার্যক্রমে আমরা নিয়তই জীবন দক্ষতাভিত্তিক পাঠদান পরিচালনা করে থাকি। আদর্শ চরিত্রগঠনে নৈতিক শিক্ষাদানের ক্ষেত্রেও আমরা সদা সতর্ক। শিক্ষার্থীরা যেন ভয়ভীতিমুক্ত পরিবেশে সকল বিষয়ে সাবলীলভাবে শিক্ষা গ্রহণ করতে পারে এ লক্ষ্যে সম্মানিত শিক্ষকমন্ডলীর অংশগ্রহণে নিয়মিত আলোচনা সভা অনুষ্ঠানসহ কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।পরিবেশগত দিক হতে বিদ্যালয়টি ছায়াঘেরা শীতল, শান্ত, নিরিবিলি ও মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত। খেলাধুলা ও প্রাত্যহিক সমাবেশের জন্য রয়েছে একাধিক মাঠ। ব্যবহারিক শিক্ষার জন্য রয়েছে বিষয়ভিত্তিক ল্যাব সুবিধা। প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও বিজ্ঞানমনস্ক ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা মনে প্রানে বিশ্বাস করি, আপনারা আপনাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ আপনার সন্তানকে আমাদের হাতে সমর্পন করেন সুশিক্ষার জন্য, বিশ্বাস এতটুকু যে, আমরা সে কাজটি যথাযথভাবে সম্পন্ন করব। আমরা যেন আপনাদের সে বিশ্বাসের মর্যাদা দিতে পারি এজন্য সকল মহলের কাছে সহযোগিতা, ভালবাসা ও দোয়া প্রার্থনা করছি।
মোঃ মনজুর আলম
প্রধান শিক্ষক
বিএডিসি উচ্চ বিদ্যালয়।